close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রনেতার গুম: ছাত্রদল ও পরিবারের খোঁজের দাবিতে প্রতিবাদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিখোঁজ নেতারা হলেন আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল এবং আল-আমিন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন ছাত্রনেতার খোঁজ চাইছে তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নিখোঁজ নেতারা হলেন আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল এবং আল-আমিন। ছাত্রদল সূত্রে জানা যায়, গুম হওয়ার সময় তারা শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তারা সিনিয়র সহ-সভাপতি। ১০ বছর পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন যে তারা বেঁচে আছেন কি না। মাজহারুল ইসলাম রাসেলের বড় ভাই মো. মশিউর রহমান জানান, রাসেলকে ২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা থেকে র‍্যাব-১ তুলে নিয়ে যায়। এখনও তার কোনো খবর নেই। রাসেলের অভাবের কারণে বাবা-মা অসুস্থ। তিনি সরকারের কাছে ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাকে ফিরিয়ে দিতে অনুরোধ করেন। আসাদুজ্জামান রানার বড় বোন মোছা. মিনারা বেগম জানান, তার ভাই ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন। রানার নিখোঁজ হওয়ার পর পুলিশে জিডি করা হয়, মানববন্ধন করা হয়, কিন্তু এখনও কোনো ফল পাওয়া যায়নি। আল-আমিনের ছোট ভাই রুহুল আমিন অভিযোগ করেন, আল-আমিনকে ২০১৩ সালে বসুন্ধরা এলাকা থেকে র‍্যাব উঠিয়ে নেয়। তিনি বলেন, র‍্যাব এই অভিযোগ অস্বীকার করেছে এবং মামলার কোনো অগ্রগতি হয়নি। গুম হওয়া নেতাদের পরিবার জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না এবং কোনো গ্রেপ্তার দেখানো হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি, বরং পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা দাবি করেন, আওয়ামী লীগের আমলে গুম-খুনের ঘটনা বেড়েছে এবং তাদের তিন নেতাও এর শিকার। তিনি দ্রুত নেতাদের ফিরে পেতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে অসংখ্য দেশপ্রেমী এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে গুম করা হয়েছে। তিন নেতাকে ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি জানান, গুম হওয়া সকল ব্যক্তিকে ফিরিয়ে দিতে এবং দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
कोई टिप्पणी नहीं मिली