close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জবির বোটানি ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

sk shahrier hossen avatar   
sk shahrier hossen
****

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানি ডিবেটিং ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ১৫ ব্যাচের সাদিয়া আফরোজ মীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৬ ব্যাচের জান্নাত মেহবুবা দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৬ মে) মডারেটর অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম এবং বিভাগের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ১৫ ব্যাচের মোঃ নাজিম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ১৬ ব্যাচের মোঃ জাহিদ হাসান, দপ্তর ও অনুষ্ঠান সম্পাদক ১৬ ব্যাচের শায়েরুজ্জামান শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১৭ ব্যাচের মোঃ শিয়াম আহমেদ শাওন এবং অর্থ সম্পাদক হয়েছেন ১৭ ব্যাচের আজিজুল হাকিম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৭ ব্যাচের শাহরিয়ার তানভীর, ১৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, শেখ আশিকুজ্জামান ও শারমিন আক্তার নূপুর, ১৯ ব্যাচের দীপায়ন সাহা দূর্জয়, সাদিয়া আক্তার সাথী ও সামিরা আক্তার এবং ১৮ ব্যাচের নিশাত খন্দকার।

সাধারণ সম্পাদক জান্নাত মেহবুবা বলেন, "সাধারণ সম্পাদক জান্নাত মেহবুবা বলেন, “কমিটি গঠনের মাধ্যমে আমাদের নতুন যাত্রা শুরু হল। সকলে মিলে ডিপার্টমেন্টের বিতর্কচর্চাকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বোটানি ডিবেটিং ক্লাবকে এগিয়ে নিতে চাই।"

সভাপতি সাদিয়া আফরোজ মীম বলেন, “দীর্ঘ ৬ বছর পর বোটানি ডিবেটিং ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো। ২০১৯ সালের পর থেকে বিভাগের মধ্যে বিতর্ক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আমরা নিজেরা যতটুকু শিখেছি, এখন সেই অভিজ্ঞতা জুনিয়রদের মাঝে ছড়িয়ে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে বোটানি ডিপার্টমেন্টের বিতার্কিকরা যেন নিজেদের ভালোভাবে তুলে ধরতে পারে, সেই চেষ্টা থাকবে আমাদের। বোটানি ডিবেটিং ক্লাবকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

Aucun commentaire trouvé


News Card Generator