জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি হলেন সুরুজ কবির খান

Azizul Islam avatar   
Azizul Islam
জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি হলেন সুরুজ কবির খান
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কৃতি সন্তান সুরুজ কবির খান।
 
সম্প্রতি দলটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীর সাহেব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাবেদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুরুজ কবির খানকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।
 
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুরুজ কবির খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
 
তিনি আরও বলেন, “আমি ১৯৯৮ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হলেও রাজপথের আন্দোলন থেকে কখনো পিছু হটিনি। এখন যে দায়িত্ব পেয়েছি তা সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। দলকে আরও গতিশীল ও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”
 
সুরুজ কবির খান দেশের সার্বিক উন্নয়ন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
Keine Kommentare gefunden