close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণহাট ইউনিয়নের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৩ নম্বর নারায়নহাট ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৮ মে (বুধবার) থানা আহ্বায়ক জনাব নাজিম উদ্দিন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বশর ও সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এ কমিটিতে মাস্টার আবুল বশর সভাপতি, মাস্টার এনামুল হক সহ-সভাপতি, মোহাম্মদ শওকত সহ-সভাপতি, আবুল বশর সওদাগর সহ-সভাপতি, জামাল উদ্দিন মেম্বার সহ-সভাপতি এবং মুহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, মোঃ আব্দুল কাদের, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সিরাজুল হক যুগ্ম সম্পাদক, মোহাম্মদ মফিজ সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ মুস্তাফা সহ-সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ইউচুপ অর্থ সম্পাদক, মুহাম্মদ ইব্রাহীম সহ-অর্থ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও জায়গা পেয়েছেন।

কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন — মুহাম্মদ আইয়ুব সর্দার, মুহাম্মদ হারুন, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ আব্দুল নবী, মুহাম্মদ ইউনুচ, আব্দুল মোতালেব (ঝুনা), মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ সেলিম উদ্দীনসহ আরও অনেকে।

এ কমিটির মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং কৃষি উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

থানা আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে জাতীয়তাবাদী কৃষক দল সর্বদা অগ্রণী ভূমিকা রেখে এসেছে। এই কমিটির মাধ্যমে সংগঠনের শক্তিশালী ভিত্তি আরও সুদৃঢ় হবে।”

কমিটির পক্ষ থেকে সকল সদস্যকে অভিনন্দন ও জিয়ায়ী শুভেচ্ছা জানানো হয়েছে।

Walang nakitang komento