গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে দুইটি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি।
বৈঠক সূত্রে জানা গেছে, সমঝোতার অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি।
তবে নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, গণ অধিকার পরিষদের প্রার্থীরা বিএনপির প্রতীকে নয়, নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে বিএনপি ওই দুই আসনে নিজেদের প্রার্থী না দিয়ে রাজনৈতিক সমর্থন প্রদান করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার বিরোধী আন্দোলনে যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির এই আসনভিত্তিক সমঝোতা আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক শক্তিকে নির্বাচনী মাঠে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিএনপি বা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই দলীয়ভাবে সমঝোতার বিষয়টি প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।



















