close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অচল, অনার্স ভর্তিচ্ছুরা প্রবেশপত্র পাচ্ছেন না..

Md Mehedi Hasan  avatar   
Md Mehedi Hasan
৩১ মে অনার্স ভর্তি পরীক্ষা, কিন্তু সার্ভার সমস্যায় চাপে লাখো শিক্ষার্থী


‎মোঃ মেহেদী হাসান | মহানগর প্রতিনিধি | Eye News Bd

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে (শনিবার)। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি—লাখো শিক্ষার্থী এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন না।

‎নিয়ম অনুযায়ী, পরীক্ষার সাত দিন পূর্বে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীরা অভিযোগ করছেন সার্ভারে প্রবেশ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোডই হচ্ছে না।

‎বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এবার সারা দেশে ৮৭৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক এই পরীক্ষায় অংশ নেবেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‎শিক্ষার্থীরা বলছেন, “এই পরিস্থিতি বারবার হয়। কিন্তু কারো কোনো জবাবদিহি নেই।”

‎তাদের দাবি, জরুরি ভিত্তিতে সার্ভার সচল করে নিশ্চিত করতে হবে যেন সবাই নির্ধারিত সময়েই প্রবেশপত্র ডাউনলোড করতে পারে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator