জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অচল, অনার্স ভর্তিচ্ছুরা প্রবেশপত্র পাচ্ছেন না..

Md Mehedi Hasan  avatar   
Md Mehedi Hasan
৩১ মে অনার্স ভর্তি পরীক্ষা, কিন্তু সার্ভার সমস্যায় চাপে লাখো শিক্ষার্থী


‎মোঃ মেহেদী হাসান | মহানগর প্রতিনিধি | Eye News Bd

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে (শনিবার)। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি—লাখো শিক্ষার্থী এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন না।

‎নিয়ম অনুযায়ী, পরীক্ষার সাত দিন পূর্বে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীরা অভিযোগ করছেন সার্ভারে প্রবেশ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোডই হচ্ছে না।

‎বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এবার সারা দেশে ৮৭৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক এই পরীক্ষায় অংশ নেবেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‎শিক্ষার্থীরা বলছেন, “এই পরিস্থিতি বারবার হয়। কিন্তু কারো কোনো জবাবদিহি নেই।”

‎তাদের দাবি, জরুরি ভিত্তিতে সার্ভার সচল করে নিশ্চিত করতে হবে যেন সবাই নির্ধারিত সময়েই প্রবেশপত্র ডাউনলোড করতে পারে।

Ingen kommentarer fundet