close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম মেধাতালিকায় ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ শিক্ষার্থী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম শুরু হবে ২৮ জুন থেকে।..

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহষ্পতিবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের সাথে সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া—কারও মুখে হাসি, কারও চোখে হতাশা।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ বিশাল সংখ্যক আবেদনকারীর মধ্যে থেকে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পাসের হার প্রায় ৮২ শতাংশ, যা গত কয়েক বছরের তুলনায় কিছুটা উন্নত। তবে নম্বরের বিচারে দেখা গেছে, ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর, আর বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর নিচে

ফলাফল প্রকাশের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম ডাউনলোডের পর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং নির্ধারিত কলেজ নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। শিক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পাচ্ছেন। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার ব্যবস্থা ছিল, যা অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ব্যবহার করেছেন।

ফল প্রকাশের পর ঢাকার মিরপুরের এক শিক্ষার্থী বলেন, “আমি প্রথম মেধাতালিকায় আমার পছন্দের কলেজে সুযোগ পেয়েছি। খুব খুশি লাগছে। এখন দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে পড়াশোনায় মন দেব।”

অন্যদিকে নারায়ণগঞ্জের আরেক শিক্ষার্থী জানান, “আমি মাত্র ২ নম্বরে পিছিয়ে প্রথম তালিকায় আসিনি। এখন অপেক্ষা করছি দ্বিতীয় মেধাতালিকার জন্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রথম তালিকা অনুযায়ী ভর্তি শেষ হওয়ার পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। এছাড়া কোটা সংরক্ষিত আসন, অপেক্ষমাণ তালিকা এবং মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনাও পরবর্তীতে জানানো হবে।

No comments found