close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যাশোর চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন একদিন পর ফলাফল ঘোষণা আনিসুর-উজ্জ্বল প্যানেলের জয়জয়কার..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোর চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন একদিন পর ফলাফল ঘোষণা আনিসুর-উজ্জ্বল প্যানেলের জয়জয়কার..

 

চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রবিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করেন দুটি পূর্ণ প্যানেল—আনিসুর-উজ্জ্বল প্যানেল এবং শাহিদুল-আতিয়ার প্যানেল।

ভোট গণনায় দেখা যায়, আনিসুর-উজ্জ্বল প্যানেল ১৭টি পদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করে  আধিপত্য প্রতিষ্ঠা করে।

নির্বাচিত পদের তালিকা:

সভাপতি: মো. আনিসুর রহমান (আনিসুর-উজ্জ্বল প্যানেল)৭১৯/৬১০

সাধারণ সম্পাদক: মো. উজ্জ্বল হোসেন (আনিসুর-উজ্জ্বল প্যানেল)৭২৩/৫৯৮

কার্যকরী সভাপতি: মোঃ হারান (সাহিদুল-আতিয়ার প্যানেল) 

সহ-সভাপতি:মোঃ রফিকুল ইসলাম (শাহিদুল- আতিয়ার প্যানেল) 

সহ-সভাপতিঃমোঃ রেজাউল ইসলাম বাবু (শহিদুল আতিয়ার প্যানেল) 

যুগ্ম সাধারণ সম্পাদক:মোহাম্মদ ইদ্রিস আলী 

সহ-সাধারণ সম্পাদক:মোঃ ফুরকানালি (শহিদুল আতিয়ার প্যানেল) 

সহ-সাধারণ সম্পাদক:মোঃ সোহরাব হোসেন (শহিদুল-আতিয়ার প্যানেল)

সাংগঠনিক সম্পাদকঃমোহাম্মদ তরিকুল ইসলাম (শাহিদুল-আতিয়ার প্যানেল)

কোষাধ্যক্ষ:আব্দুল খলিল,দপ্তর সম্পাদক:মোঃ মিন্টু বিশ্বাস,প্রচার সম্পাদকঃমোঃ মমিনুর রহমান,সড়ক সম্পাদক-১:শহিদুল ইসলাম,সড়ক সম্পাদক-২:মোঃ মহিউদ্দীন,কার্যনির্বাহী সদস্য (তিনজন):,সদস্য ১:হাচান আলী,সদস্য ২:বাবলুর রহমান (সাহিদুল আতিয়ার প্যানেল),সদস্য ৩ঃমোঃ লিটন

ভোটগ্রহণে শ্রমিকদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। নির্বাচনকে ঘিরে চৌগাছা মটরযান শ্রমিক সংস্হা  ছিল উৎসবমুখর। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে।

নির্বাচন শেষে বিজয়ী প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শ্রমিকদের অধিকার রক্ষা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাব।”

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

没有找到评论


News Card Generator