জার্মানিতে আয়রনম্যান ট্রায়াথলন সফলভাবে সম্পন্ন করলেন বাংলাদেশি চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল..

Zahidul Islam avatar   
Zahidul Islam
বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশি চিকিৎসক ও ক্রীড়াবিদ ডা. সাকলায়েন রাসেল। গত রবিবার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় এই আন্..

বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশি চিকিৎসক ও ক্রীড়াবিদ ডা. সাকলায়েন রাসেল। গত রবিবার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক ট্রায়াথলন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে।

ডা. সাকলায়েন রাসেল প্রতিযোগিতাটি প্রায় ১৫ ঘণ্টায় শেষ করে অর্জন করেন সম্মানজনক “আয়রনম্যান” উপাধি। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় রাত ১১টায়।

নিজ অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা ছিল গর্বের এবং এক স্বপ্নপূরণ। তবে দুঃখজনকভাবে এত বড় ক্রীড়া অর্জনেও দেশের কোনো সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা নেই।” এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

এর আগে ডা. রাসেল মালয়েশিয়ায় আয়োজিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় পরপর দুইবার অংশ নিয়ে সফলতা অর্জন করেন। পাশাপাশি, তিনি বাংলাদেশের প্রথম চিকিৎসক, যিনি টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিনে পৌঁছান, অতিক্রম করেন ১৬.১ কিলোমিটারের বাংলা চ্যানেল

পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য ভাসকুলার সার্জন। বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাধারণ সম্পাদক, মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার, এবং নিউজ প্রেজেন্টারদের সংগঠন “নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (NBA)”–এর সভাপতি হিসেবেও সক্রিয় ভূমিকা রাখছেন।

ডা. সাকলায়েন রাসেলের এই অর্জন বাংলাদেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ করে, সাহস, পরিশ্রম ও নিষ্ঠা থাকলে যেকোনো সীমা অতিক্রম করা সম্ভব।

No comments found