close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জামালপুরে পুলিশ সুপার কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান  

বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.  জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় বকশিগঞ্জ থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় বকশিগঞ্জ থানায় পৌঁছালে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনের গতিশীলতা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সন্তোষজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় থানার অফিসার ও ফোর্সের সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর আগে পুলিশ সুপার মহোদয় বকশিগঞ্জ থানাধীন ধানুয়া–কামালপুর এলাকার খ্রিস্টান গির্জা (চার্চ) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (বকশিগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম; বকশিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator