close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে থানা পুলিশের অভিযানে  ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার..

Abdus Samad avatar   
Abdus Samad
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে  ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
 শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর মাঝপাড়া  কাছম আলী (৩৫)এর বসতঘর থেকে  ২৩ বোতল ভারতীয় (AC BLACK) মদ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।


জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায়  এসআই মাসুদ রানা ও এএসআই মো. গোলাম কিবরিয়া সঙ্গীয়ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শুক্রবার রাতে জামালগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাছম আলী (৩৫) এর বসতঘরে তল্লাশি চালিয়ে   ২৩ বোতল (AC BLACK) ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার  বর্তমান বাজারমূল্য প্রায় ২৮হাজার১শত২৫ টাকা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী  কাছম আলী  বসতঘর থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জামালগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

没有找到评论