আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্ধকী জমিতে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬মে) বেলা ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের বাঁশকার হাওরে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে। জাকির হোসেনের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাঁশকার হাওরে ধান কাটতে গেলে বেলা ১১টার সময় হঠাৎ আকষ্মিকভাবে বজ্রপাতে আহত হয়ে জাকির হোসেন মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।