close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন..

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“সুস্থ দেহে সুন্দর মন”—এই প্রত্যয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত (মঙ্গল,বুধ, বৃহস্পতিবার) তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাসের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, সমাজ সেবক আব্দুর রব,জামালগঞ্জ কলেজের ( অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী,গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মূখলেছুর রহমান,ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার অফিসার রবিউল ইসলাম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, সংগীত ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। এসময় খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হোসনেয়ারা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। উৎসবমুখর এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator