close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, ডিবিকে মামলাটি তদন্তের নির্দেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Jamaat candidate Shishir Monir faces a religious offense case for comparing 'Roza' and 'Puja'; the court orders DB to investigate.

সুনামগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জ্যেষ্ঠ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 'রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ' বলে মন্তব্য করার দায়ে মামলাটি করা হয়। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার এজাহার গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

মামলাটির বাদী হয়েছেন রিদওয়ান হোসেন রবিন নামে একজন আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পরই এই আদেশ দেন। মামলার অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯১.৪ শতাংশ জনগণের কাছে ইসলাম ধর্ম এবং এর রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মাবলম্বীরা নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেন, যার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করার প্রক্রিয়ার তুলনামূলক উপস্থাপন গ্রহণযোগ্য নয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শিশির মনিরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার স্পেসে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। এই ধরনের উক্তি সমাজে বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দিয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। জামায়াত প্রার্থীর এই বক্তব্যকে 'রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা' হিসেবেও উল্লেখ করা হয়েছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হানিকর হতে পারে। মামলা দায়ের এবং আদালতের নির্দেশের ফলে শিশির মনিরের নির্বাচনী প্রচারণায় নতুন জটিলতা সৃষ্টি হলো। ডিবির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মামলার পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।

No comments found


News Card Generator