অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের শিক্ষক উপদেষ্টা ড. আফসানা হক ও সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নবনির্বাচিত সভাপতি আসিফ মাহমুদ, সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী।
নবনির্বাচিত সভাপতি আই নিউজ বিডি- কে বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সুনামের সহিত তাদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। বিগত বছরেও বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে একাধিক কুইজ ইভেন্ট, নজরুল কুইজ, ফ্রেশারস কুইজ, একুশে কুইজ, স্বাধীনতা কুইজ সহ প্রতিযোগিতামূলক ইভেন্ট আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি। আমি আশা করব সামনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি আরো বেশি সফলতা অর্জন করবে এবং বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।"
এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জানান, "আমরা এমন একটি কুইজ সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে শেখা হবে আনন্দের, প্রতিযোগিতা হবে ইতিবাচক এবং সবাই একে অপরকে উৎসাহ দেবে। এখানে সবাই শিখবে—কে আগে, কে পরে সেটা বড় কথা নয়; বরং কে কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করছে, সেটাই আমাদের সাফল্য।"
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, শাহরিয়ার নূর জোনাক, সাজ্জাদ হোসেন, মারজিউর রহমান চৌধুরী, সায়মা প্রভা, শিউলী আক্তার, প্রিন্স রায়, সাবিকুন নাহার। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন, জুনায়েদ ইসলাম, শাহী ফারজানা তাসমিন, আব্দুল্লাহ আলিফ, মোঃ রাজিনুর রহমান পিয়াল, ইমদাদুল হক পারভেজ, তৌহিদুর শুভ, হোসেন মোঃ আকবর লাম, তানিয়া বাহার হ্যাপি, মুখলাতুল জিনান ত্রিশা, পৃথ্বী সরকার, সদরুল আমিন। অর্থ সম্পাদক তুফায়েল আহমেদ ফাহিম, অফিস ব্যবস্থাপনা সম্পাদক আরাফাত হোসেন ইমন।
এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক শাবিবা রহমান, কুইজ উইং সম্পাদক আনিকা আনজুম, কুইজ উইং সম্পাদক রাকিবা সুলতানা সেতু, কনটেন্ট রাইটিং ও প্রকাশনা সম্পাদক সামিয়া তাসনিম, কনটেন্ট রাইটিং ও প্রকাশনা যুগ্ম সম্পাদক উম্মে মেহজাবিন, ডিজাইন বিষয়ক সম্পাদক সামিয়া সামাদ, ইডিটর সাদমান সাদিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রলয় সিংহ, ছাত্রকল্যাণ সম্পাদক হৃধি হাবিব, আইটি ও উদ্ভাবন সম্পাদক ফাহিম শাহরিয়ার, পরিকল্পনা সম্পাদক সফিকুল ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক আলী হাসান মর্তূজা, ইভেন্ট এন্ড লজিস্টিকস সেক্রেটারি তাসফিয়া শাহিন সারা চৌধুরী, ইভেন্ট ও লজিস্টিকস উপ-সম্পাদক লিজন আহমেদ, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক আরাফাত রহমান। নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. সাকিব আল হাসান, জান্নাতুন নাঈম, সাদিয়া তাবাসসুম, ইমরান হোসেন শামীম।