ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৮ নং বিএনপি লাবসা ইউনিয়ন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 
 
দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
শুক্রবার (০২ জানুয়ারি '২৬) বিকালে সাতক্ষীরার মিল বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী শাহজাহান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব এবং  লাবসা ইউনিয়নের ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীম।
 
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জাতীয়বাদী সাতক্ষীরা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আকবর আলী,লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট। সোহেল আহমেদ মানিক, বিএনপি নেতা আতিয়ার রহমান, ৮ নং বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
 
এসময় আরো উপস্থিত ছিলেন মেম্বার নজিবুর রহমান টুটুল, আমিনুর রহমান রাজু, রফিকুল ইসলাম বিএনপি নেতা, সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি মনিরুজ্জামান মনি,  সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি।
 
বক্তাগণ বলেন তিন তিন বারের প্রধান মন্ত্রী  এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মীনি আজ আমাদের মাঝে নেই কিন্তু উনি বেচে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি ইসলাম  ধর্মের প্রতি আনুগত্য ছিলেন শুধু তাই নয় আলেমদের সম্মান ও মর্যাদাবান ব‍্যাক্তি ছিলেন তাই আল্লাহ্ বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
 
অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক  এবং দোয়া ও মোনাজাত পরিচালনা  করেন মসজিদ  এর পেস ইমাম ও খতিব ইয়াসিন আরাফাত।
No comments found


News Card Generator