রোববার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে। অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৩২ জনের বেশি। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনের বেশি।
এ ছাড়া অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় এ কারণে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ জনই শিশু।
সূত্র: বিবিসি, আনাদোলু