close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায়..

রোববার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে। অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৩২ জনের বেশি। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৩৮ জনে এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনের বেশি।

এ ছাড়া অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় এ কারণে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ জনই শিশু।
সূত্র: বিবিসি, আনাদোলু

কোন মন্তব্য পাওয়া যায়নি