close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৮) ও বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান জুয়েল (৩৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজন ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

No comments found