close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সর্বস্তরে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে দাওয়াতি মিছিলটি উপজেলার সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আবহাওয়ার প্রতিকূলতা ও টানা বৃষ্টির মাঝেও আমাদের দ্বীনি ভাইয়েরা যে ঈমানী জযবা, ত্যাগ ও একাগ্রতা নিয়ে রাস্তায় নেমেছেন—তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এই দাওয়াতি মিছিল কেবল নামমাত্র জনসমাগম নয়, একটি জীবন্ত সাক্ষ্য—যে আমরা থেমে যাব না, যত বাঁধাই আসুক না কেন। আমাদের কণ্ঠে ছিল ইসলামের শান্তির বাণী, হাতে ছিল খেলাফতের আহ্বান, আর হৃদয়ে ছিল দেশ ও উম্মাহর পরিবর্তনের অটুট অঙ্গীকার। আল্লাহ তা’আলা আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং এই মিছিলকে উম্মাহর জাগরণের এক মাইল ফলক বানিয়ে দিন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল হকের নেতৃত্বে এসময় দাওয়াতি মিছিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,  সহ সভাপতি এমদাদ উল্লাহ জামি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ, সম্পাদক প্রচার হাফেজ মোস্তাফিজুর রহমান রাসেল, সম্পাদক বাইতুল মাল সম্পাদক সৌরভ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator