close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার হেফাজতে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বানে এবং ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ইসলামি মূল্যবোধ হুমকির মুখে। ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের কাছে দাবি বাস্তবায়নের আহ্বান। এই ৫ দফা দাবি কেবল হেফাজতে ইসলামের নয়, দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও উম্মাহর স্বার্থ রক্ষায় হেফাজতের এই ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

৫ দফা দাবিগুলো হলো- ১-ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার, ২-বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ৩-নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ৩-ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ফ আইন বাতিল, ৪-ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, মুফতি আয়াতুল্লাহ, মাওলানা নুর উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, এবং উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাসেমী প্রমুখ।

No comments found