ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন বয়সভিত্তিক শিক্ষার্থীদের জন্য নানাবিধ ক্রীড়া ও মননশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ১শ মিটার ও ২শ মিটার দৌড়, দড়ি লাফ, ব্যাঙ দৌড়, স্মৃতি পরীক্ষা, দীর্ঘ লাফ, লৌহ গোলক নিক্ষেপ ও ভারসাম্য দৌড়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা আনন্দ ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা, দক্ষতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে।

এছাড়াও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজন করা হয় কয়েকটি ব্যতিক্রমধর্মী খেলাধুলা। এসব খেলায় ছিল ‘চাচা আপন প্রাণ বাঁচান’, ঝুড়িতে বল নিক্ষেপ এবং মহিলা শিক্ষকদের জন্য মজাদার প্রতিযোগিতা হিসেবে ‘ছবিতে টিপ পড়ানো’। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই তাদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইমিউন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ ফরহাদ হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির সভাপতি সায়েদুল হক, সাধারণ সম্পাদক নুরে আলম জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator