close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ইরানের সঙ্গে যেকোনো কিছু ঘটতে পারে" — ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মধ্যপ্রাচ্যে আবারও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু সিরিয়ার ভেতরেই ইসরা
মধ্যপ্রাচ্যে আবারও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু সিরিয়ার ভেতরেই ইসরায়েল অন্তত ৫০০ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে কি না। উত্তরে ট্রাম্প বলেন, "যেকোনো কিছু ঘটতে পারে।" একই কথা তিনি বারবার উল্লেখ করেন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে "অত্যন্ত অস্থির" বলে অভিহিত করেন। এর আগে ট্রাম্প বেশ কয়েকবার ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরানও চুপ ছিল না। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (IRGC) ট্রাম্পকে গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে। যদিও এ অভিযোগকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করেছে ইরান। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশেই ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলেইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়, যা বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, ইরানের ওপর বহু নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুরোনো শত্রুতা এবং নতুন করে হুঁশিয়ারির পালা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আবারও ইঙ্গিত দিচ্ছে, এই অঞ্চলে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে। এই নিউজটি হেডলাইন এবং কন্টেন্টসহ চমৎকারভাবে রি-রাইট করা হয়েছে। এটি পাঠকের আগ্রহ ধরে রাখবে এবং ক্লিক করার জন্য উৎসাহিত করবে।
No comments found