close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইলিশের বাড়ি চাঁদপুরে এক ইলিশের মূল্য ১৩ হাজার

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

ইলিশের বাড়ি চাঁদপুরে এক ইলিশের মূল্য ১৩ হাজার

স্টাফ রিপোর্টার: 
সম্প্রতি সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুব কম সংখ্যক ইলিশ ধরা পড়ছে। এমন পরিস্থিতিতে হতাশ স্থানীয় জেলে ও ব্যাবসায়ীরা। তবে ইলিশ সরবরাহ কম থাকলেও জুনের শুরু থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে। 

সোমবার (২৩) জুন) চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ আনা হয়। যা পাইকারি আড়তে নিলামে তুলে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকা। 


সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি কিনে নেন আরেক ব্যবসায়ী নবীর হোসেন। 

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। সেটিও আমি কিনেছি। 

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না, যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দুটি একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে

لم يتم العثور على تعليقات


News Card Generator