close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈদুল আযহায় নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সাতক্ষীরায় বিশেষ সড়ক নিরাপত্তা সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরার  লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৯ মে '২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবিরের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, ডাঃ জয়ন্ত সরকার, মেডিকেল অফিসার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, ট্রাফিক পুলিশ পরিদর্শক শাহাব উদ্দিন, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, বাংলাদেশ বাস ট্রাক অর্নাস এ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ তাহমিদ সাহেদ চয়ন, পরিবহন ম্যানেজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি সরদার মুকুল, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরি ও কর্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুকুল মোড়ল, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন। 

সভায় সর্বসম্মতিক্রমে ভিজিলেন্স টিম কর্তৃক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করণ, ঢাকা গামী পরিবহনসহ সকল যাত্রিবাহী বাস মিনিবাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনসহ ভাড়া মনিটারিং, ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের পর থেকে ১০ দিন চামড়া বহনকারী যানবাহন সাতক্ষীরা থেকে না ছাড়ার সিদ্ধান্ত, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এছাড়াও যে সকল মোটরযানে হাইড্রোলিক হর্ণ পাওয়া যাবে সে সকল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

No comments found


News Card Generator