সাভারে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সাভার মডেল থানা পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পুলিশের বাড়তি ব্যবস্থা।
ঈদুল আজহা উপলক্ষে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঈদের জামাতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাভারের পশুর হাটগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে কোরবানীর পশুরহাটে পুলিশের বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া, মহাসড়কে যানজট নিরসনেও পুলিশ কাজ করছে। ঈদকে সামনে রেখে এলাকায় সাভার মডেল থানা পুলিশের ২০ টিরও অধিক টিম পোশাকে ও সাদা পোশাকে ২৪ ঘন্টা টহল দিচ্ছে।
ঈদের ছুটিতে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			