ঈদুল আজহা উপলক্ষে কালকিনিতে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।..

Azahar Uddin avatar   
Azahar Uddin
বিএম আজাহার উদ্দিন  
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের রেন্ডিতলা রাজদী মাঠে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন (রবিবার) আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় স্থানীয় সিনিয়র ও জুনিয়র দল।

রোমাঞ্চকর এই খেলায় উভয় দলই ২টি করে গোল করে ম্যাচটি ড্র করে। দুই দলের খেলা দেখতে মাঠে ভিড় করে অত্র এলাকার শত শত উৎসুক দর্শক।

সিনিয়র দলের হয়ে খেলায় অংশ নেন যুবদল নেতা শাহীন সরদার, আজগরসহ আরও অনেকে। খেলা শেষে তারা বলেন, “খেলাধুলা শরীর ও মন দুইটাই ভালো রাখে। এবার ঈদের ছুটিতে সবাই গ্রামে আসায়, আনন্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন করেছি আমরা।”

এই প্রীতি ম্যাচের আয়োজনে ছিলেন এলাকার সমাজকর্মী শাহাদাত হাওলাদার, তরুন সমাজ কর্মী সাইমুন ইসলাম সিয়ামসহ রেন্ডিতলার একঝাঁক উদ্যমী যুবক।

স্থানীয়দের মতে, এমন আয়োজনে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক বন্ধন জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Nessun commento trovato


News Card Generator