ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে, এবং ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন এর সার্বিক তত্ত্বাবধানে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই মহতী আয়োজনে নেতৃত্ব দেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাজী মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামে। এতে ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মানবিক এ আয়োজনে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হন এবং নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড ধামশুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন।
স্থানীয় জনগণের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। নেতৃবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



















