জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় সোলায়মান তার পালিত ঈদে বিক্রির জন্য ৩টি ষাড় ও একটি বাছুর গোয়াল ঘরে রেখে ঘুমাতে যায়। পরদিন সকালে উঠে বাছুর থাকলেও তিনটি ষাড় খুঁজে পায়না গোয়াল ঘর ও আশপাশে।
ঘটনার পর রোববার রাত ৮টার দিকে কৃষক সোলায়মান এ বিষয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বাংলাদেশের খবরকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলছে। গত মঙ্গলবার (০৬ মে) রাতে পৌরসদরের কুমারজানি গ্রামের ফজলু শেখের দুটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক আসামীকে গ্রেফতার ও চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করে পুলিশ। এছাড়া গত ২৭ মার্চ উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল এলাকায় চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে এক চোরের মৃত্যুর ঘটনা ঘটে। এতে ঈদ যত ঘনিয়ে আসছে ততো গরু চুরি আতঙ্কে রয়েছেন খামারি ও কৃষক-গৃহস্থরা। চুরিরোধে পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী ও গৃহস্থরা।