লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে ওই নারী খুন হন।
নিহত নারীর নাম উম্মে আয়মান (২০)। তিনি মেম্বারপাড়া গ্রামের একরামুল হকের মেয়ে ও হাসিবুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত হাসিবুল একই এলাকার বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক। ঘটনার পর পর তিনি পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আয়মান ও হাসিবুলের বিয়ে হয়। এ দম্পতির এক বছরের একটি মেয়ে আছে। কিছুদিন ধরে এই দম্পতির মধ্যে মনোমালিন্য চলছিল। আজ পবিত্র ঈদুল আজহার নামাজের আগে সকাল পৌনে ৮টার দিকে আয়মান বাবার বাড়িতে ছিলেন। সেখানে একটি কক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়মানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হাসিবুল। ঘটনাস্থলেই আয়মানের মৃত্যু হয়।
 খবর পেয়ে পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় গ্রামের লোকজন হাসিবুলের বাবা ও ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। হাসিবুলকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনা মামলার প্রস্তুতি নিচ্ছেন আয়মানের বাবা।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			