ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়ে মুখরিত  বিজযপুরের  সাদামাটির পাহাড়..

Rajesh Gour avatar   
Rajesh Gour
গারো পাহাড়ের পাদদেশে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সাদা মাটির পাহাড় সৌন্দর্যের  এক লীলাভূমি।..

 

বেশ কিছু টিলা, নীল পানির লেক  তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। তবে এবার গত ১৫ দিনে বৃষ্টিতে  যেন প্রকৃতি সেজেছে আরও মায়াবি সৌন্দর্যে। এবারের পবিত্র ঈদের  ১০ দিনের ছুটিকে কেন্দ্র করে  ঈদের পরদিন থেকেই  পর্যটকদের ভীড়ে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিজযপুরের  সাদামাটির পাহাড়। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন পরিবার, পরিজন,বন্ধু- বান্ধব নিয়ে। সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউবা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা সজীব নামের একজন
পর্যটক বলেন,ঈদের ছুটিতে আমরা বন্ধুরা মিলে বিজয়পুরে এসেছি। সারাদিন ঘুরে সাদা মাটির পাহাড় ও নীল পানির সৌন্দর্যে দেখে আমরা  বিমোহিত ।  এখানে  নীল  লেকের পানি খুব ঠান্ডা। সুযোগ পেলে আবারও আসবো। 

সিলেটের হবিগঞ্জ থেকে আসা পর্যটক শোভন বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখানে আসা। সাদা মাটিরর পাহাড়ে  কোথাও গোলাপি, কোথাও কালো, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। পাহাড় -নীল পানি- সবুজের এই মিতালি যে কাউকে বিমোহিত করবে।

শিক্ষক স্মৃতি ঘোষ বলেন,  বিদ্যালয় বন্ধ থাকায় পরিবার নিয়ে সাদামাটির পাহাড়ে ঘুরতে এসেছি। 
এখানকার যে পরিবেশ এই পরিবেশ দেখে আমরা সবাই অনেক আনন্দিত। আশা করি যারা এখানে বেড়াতে আসবেন, তারা ভালো একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরে যাবেন।

সাদা মাটির পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকমের দোকানপাট। এই ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের আগমনে ব্যবসা ভালো হওয়ায় স্বস্তির হাসি ফুটেছে ব্যবসায়ী ও ফটোগ্রাফারদের মুখে।

 ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া বলেন, সারা বছর কম-বেশি পর্যটক থাকলেও ঈদের ছুটিতে এখানে পর্যটক প্রচুর পরিমানে আসে। এতে করে আমাদের দোকানের বেচাকেনা ভালো হচ্ছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাভিদ রেজওয়ানুল কবীর জানান, পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল ও গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছে। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

Hiçbir yorum bulunamadı