close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঈদে সাজেক ভ্যালিতে পর্যটকের জোয়ার, নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী....

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
রাঙামাটির সাজেক ভ্যালিতে ঈদুল আজহার লম্বা ছুটিতে বেড়েছে পর্যটকের ভিড়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পর্যটকের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ৬..

বুধবার (১১ জুন) সকাল  ১০ টার দিকে বাঘাইহাট চেক পোস্টে গিয়ে সরেজমিনে দেখা যায়, শত শত পর্যটকবাহী গাড়ি ও মোটরসাইকেল অবস্থান করছে পার্কিং এড়িয়াতে। ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরা গাড়ির ফিটনেসসহ স্কটের দায়িত্ব থাকা সেনাসদস্যরা খোঁজ খবর নিচ্ছে এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করার দৃশ্য চোঁখে পরেছে।

সাজেকের হোটেল ও কটেজ মালিক সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ফয়সার জানান, ঈদকে ঘিরে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বর্তমানে প্রায় ৯০ শতাংশ হোটেল,মোটেল ও রিসোর্ট আগামী ১৩ জনু পর্যন্ত বুকিং রয়েছে।

বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের প্রধান দায়িত্ব। ঈদ উপলক্ষে সাজেকে যে পরিমাণ পর্যটক এসেছেন, তাদের নিরাপত্তায় আমরা বিশেষ টিম গঠন করেছি। পর্যটকদের যাতায়াত, থাকা-খাওয়া এবং নিরাপদে ফেরার বিষয়টি আমরা নিশ্চিত করছি। এছাড়া গত রমযানে পুড়ে যাওয়া রিসোর্টগুলো খুব তাড়াতাড়ি যেনো গড়ে উঠতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি। সাজেক কে একটি আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলাই আমাদের প্রধান লক্ষ্য।

ঢাকা থেকে আগত সাজেকগামী  পর্যটক সোহেল রানা সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। তারা যেভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সেনাবাহিনী আমাদের মতো ট্যুরিস্ট দের নিরাপত্তা নিশ্চিত করার কারণেই আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারছি জীবনকে উপভোগ করতে পারছি।

ঈদুল আযহার সরকারি ছুটিতে সাজেক ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাড়ছে পর্যটকের ভিড়। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ট্যুরিস্ট,সাজেকের সর্বস্তরের ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ।

No se encontraron comentarios