close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোর্শেদ আলম: মল্লিকবাড়ী ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী মল্লিকবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদুল আযহার পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) আয়োজিত এই অনুষ্ঠানটি নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পরিণত হয় এক বিশাল রাজনৈতিক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা সালাউদ্দিন আহমেদ। ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু। ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও সাবেক ছাত্রদল নেতা সাদিকুর রহমান সজিব।

বক্তারা বলেন “বিএনপির এই সংগঠিত উপস্থিতি প্রমাণ করে—তৃণমূল এখনও শক্তিশালী ও প্রাসঙ্গিক। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই বিএনপি কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপস্থিত সবাই ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ingen kommentarer fundet