নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী রাজধলা বিল এখন পর্যটকদের পদচারণায় মুখর। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে আগত মানুষদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে এই বিশাল জলাশয় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।
যদিও রাজধলা বিল সরকারিভাবে কোনো পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত নয়, তবুও ঈদসহ বিভিন্ন উৎসবের সময় এখানে হাজারো মানুষের সমাগম ঘটে। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন এই মনোরম পরিবেশে। বিশাল সচ্ছ পানির জলাশয়, প্রাকৃতিক দৃশ্য এবং নির্মল বাতাস এখানে আসা মানুষদের মন ছুঁয়ে যায়।
রাজধলা বিলের পাশে অবস্থিত পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকাটি এসময় যেন হয়ে ওঠে মিলনমেলা। স্থানীয় যুবক-তরুণদের অনেকেই বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসেন এখানে। শিশুরা ছোট নৌকায় করে ঘুরে বেড়ায়, কেউ কেউ পিকনিকের আয়োজন করেন।
স্থানীয়দের দাবি, রাজধলা বিলকে সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবে, এতে করে এলাকার অর্থনৈতিক অবস্থাও উন্নত হবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “প্রতিবার ঈদের সময় এখানে মানুষের ঢল নামে। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে জায়গাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যদি সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়, তবে রাজধলা বিল হবে নেত্রকোনার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।”
পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উৎসব উপলক্ষে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং জনসাধারণকে নিয়ম মানার আহ্বান জানানো হয়েছে।
রাজধলা বিল এখন শুধু একটি জলাশয় নয়, এটি হয়ে উঠছে পূর্বধলার মানুষের মিলনস্থল—প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য স্থান।
নেত্রকোনা জেলা প্রতিনিধি : এমডি এম.আর উজ্জ্বল।