ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবীব, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়াসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পংকজ রায়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়, পাশাপাশি প্রবীণদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় নবীন ও প্রবীণ উভয়েই তাদের অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন তার বক্তব্যে বলেন, “বিদায় শব্দটি সবসময় কষ্টদায়ক। যারা আজ বিদায় নিচ্ছ, তারা জুনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখবে ও দিকনির্দেশনা দেবে। নবীনরা মনে রাখবে- শুধু সামাজিকভাবে সক্রিয় হলেই চলবে না, নিজের অ্যাকাডেমিক উন্নতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিজিপিএ আগে, তারপর বাকিসব কিছু।"



















