close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইবিতে ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি’র আহ্বায়ক কমিটি গঠন..

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
****

 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফুজ্জামান।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়েছে।

 

সাত সদস্যের এ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জিহাদ হাসান ও তারিফ মাহমুদ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আজহারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাইম ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাবিবুর রহমান।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত কমিটি আগামী ৬ মাসের মধ্যে সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করে সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত করবে এবং সেই অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।

 

নবনির্বাচিত সদস্য সচিব আহনাফুজ্জামান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা গত বছর থেকেই ধারাবাহিকভাবে কাজ করে আসছি। সদ্য গঠিত এই কমিটির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে যৌক্তিক দাবি আদায়ে আরও সংগঠিতভাবে কাজ করবো। সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

 

অন্যদিকে নবনির্বাচিত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা এ কাজটি নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করেছি। ক্যাম্পাসের সব সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্রদলসহ সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে ছিলেন। ভবিষ্যতেও সবার সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।”

Nema komentara


News Card Generator