ই স রা য়ে ল-ই রা ন যু দ্ধ থামলেও ক্লাব বিশ্বকাপে তাঁর খেলা অনিশ্চিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েল-ইরান যুদ্ধ থেকে মুক্তি পেলেও ক্লাব বিশ্বকাপে মেহদি তারেমির অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জন্মশহরে অনুশীলন করলেও দলে ফেরার পথ এখনও অজানা।..

যুদ্ধ থেমেছে, কিন্তু মেহদি তারেমির ফুটবলযাত্রায় যেন এখনও চলেছে অনিশ্চয়তার ঝড়। ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্নচিহ্ন। ইন্টার মিলানের এই ইরানি স্ট্রাইকারকে ঘিরে এখন আলোচনার ঝড় শুধু মাঠে নয়, মাঠের বাইরেও।

ইসরায়েল ও ইরানের টানা ১২ দিনের তীব্র সংঘর্ষে আটকা পড়েছিলেন তারেমি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে নিজ দেশে গিয়ে এমন বিপদের মুখোমুখি হন তিনি। বাছাইপর্বে ইরান উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারায় ঠিকই, কিন্তু যুদ্ধ শুরুর ফলে দেশ ত্যাগ করতে পারেননি তারেমি। তেহরানের বিমানবন্দরে পৌঁছেও ফিরে যেতে হয়, কারণ সেদিন আকাশপথ বন্ধ ছিল। ফলে, ক্লাবের ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া আর সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরের নিজ শহর বুশেহেরে গাড়ি চালিয়ে ফেরেন তারেমি। সেখানেই এখন একা অনুশীলন করছেন। ক্লাব বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে ইন্টারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইতালির বিখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ট’ জানিয়েছে, ইন্টার এখনো তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ঝুঁকি নিতে নারাজ।

এই অবস্থায় ক্লাব বিশ্বকাপে ইন্টারকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লাওতারো মার্তিনেজ ও মার্কোস থুরাম। এমনকি ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতোকেও অভিষেক করিয়েছেন কোচ ক্রিস্টিয়ান চিভু। তারেমিকে না পেয়ে যে ক্লাবকে বিকল্প পথেই হাঁটতে হচ্ছে, সেটা স্পষ্ট।

এদিকে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ এক নতুন খবর দিয়েছে—এই মৌসুম শেষেই হয়তো ইন্টার ছাড়তে পারেন তারেমি। তাঁর প্রতি আগ্রহ দেখাচ্ছে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট ও ফুলহাম। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়, তবে আগামী দলবদলের বাজারে এ খবর নিশ্চিতভাবে আলোচনার জন্ম দেবে।

মেহদি তারেমি নিজেও নিরাশ হননি। জানিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্য প্রতিদিন নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। নিজ শহরে নিরাপদেই আছেন এবং ইন্টারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। কোচ চিভুর সঙ্গেও তাঁর কথা হচ্ছে বলে নিশ্চিত করেছে ‘ফুটবল ইতালিয়া’।

অন্যদিকে আশার আলো জাগিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে আপাতত পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে। ফলে আকাশপথে যাতায়াত শিগগিরই স্বাভাবিক হতে পারে। তবে ক্লাব বিশ্বকাপ চলাকালীন এই পরিবর্তন সময়মতো কার্যকর হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

তারেমির অনুপস্থিতি ইন্টারের জন্য যেমন ধাক্কা, তেমনি তাঁর নিজ ক্যারিয়ারের জন্যও এক বড় ধস। গত বছর জুলাইয়ে ইন্টার মিলানে যোগ দেওয়া এই ফরোয়ার্ড ছিলেন ক্লাবটির ইতিহাসের প্রথম ইরানি ফুটবলার। এখন তাঁর জন্য সময়টা একধরনের পরীক্ষা। যুদ্ধ থেকে ফিরে আসা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং ফিটনেস ধরে রাখা—সব মিলিয়ে একটা অসম লড়াই লড়ছেন তারেমি।

ইন্টার শেষ ষোলোতে উঠেছে ঠিকই, কিন্তু দলের পূর্ণ শক্তিতে মাঠে নামতে না পারাটা তাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর তারেমির ক্ষেত্রে প্রশ্নটা আরও গভীর—তিনি কি সময়মতো ফিরতে পারবেন, নাকি এই টুর্নামেন্টে শুধু দর্শক হয়েই রয়ে যাবেন?

Nenhum comentário encontrado