হুলিয়ান আলভারেজের বিতর্কিত পেনাল্টি: শেষ হলো ‘ডাবল টাচ’ বিতর্ক?..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের পেনাল্টিকে ঘিরে শুরু হওয়া আলোচনা-সমালোচনার অবসান কি এবার ঘটে গেল?..

ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সম্প্রতি পেনাল্টির 'ডাবল টাচ' নিয়মে পরিবর্তন এনেছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন করে আলোচনার ঝড়।

গেল চ্যাম্পিয়নস লিগের মাদ্রিদ ডার্বিতে দুই লেগ মিলিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে স্পটকিক থেকে বল জালে পাঠান হুলিয়ান আলভারেজ। তবে সমস্যার সূত্রপাত ঘটে তার শটটি গোলরক্ষককে পরাস্ত করার আগে দুই পায়ে স্পর্শ করায়। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে আপত্তি জানান। ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন, কারণ, প্রচলিত নিয়ম অনুযায়ী পেনাল্টি নেওয়ার সময় খেলোয়াড় কেবল একবার বল স্পর্শ করতে পারেন।

ডাবল টাচ নিষিদ্ধ হওয়ায় বাতিল হয় আলভারেজের গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে মাঠ ছাড়ে আতলেতিকো মাদ্রিদ। তবে এই সিদ্ধান্ত ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয় তীব্র বিতর্ক। অনেকেই একে কঠোর সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন, এই ‘ডাবল টাচ’ অনিচ্ছাকৃত ছিল, তাই এত কঠোর শাস্তি প্রযোজ্য হওয়া উচিত নয়।

এই বিতর্ক থেকেই সম্ভবত টনক নড়ে আইএফএবির। নতুন নিয়মে বলা হয়েছে—পেনাল্টি নেওয়ার সময় যদি কোনো খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে দুই পায়ে বল স্পর্শ করেন এবং সেখান থেকে গোল হয়, তাহলে সেই গোল বাতিল করা হবে না। বরং, ওই পেনাল্টি পুনরায় নেওয়ার সুযোগ পাবেন খেলোয়াড়।

এই পরিবর্তনে বোঝাই যাচ্ছে, ফুটবলের নিয়মকানুনেও মানবিকতার ছোঁয়া আনতে চাইছে কর্তৃপক্ষ। ফলে বলা যায়, হুলিয়ান আলভারেজের সেই বিতর্কিত পেনাল্টিই হয়তো ফুটবলের একটি নিয়ম পরিবর্তনের পথ তৈরি করে দিলো।

No comments found


News Card Generator