close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল পাঠানের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লার হোমনা পৌরসভার বাগমারা এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় আতঙ্কিত স্থানীয়রা; পুলিশ তদন্ত শুরু করেছে।..

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠান এর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হোমনা পৌরসভার বাগমারা এলাকায় পাঠান বাড়িতে এ হামলার অভিযোগ ওঠে।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রায় ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বিল্ডিংয়ের দরজা-জানালার কাচ ভাঙচুর করে, সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় এবং আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছোড়ে।  

বাড়ির কেয়ারটেকার নাজমা বেগম জানান, হামলাকারীরা যাওয়ার সময় ‘মাহবুব কাঞ্চনের’ সঙ্গে যোগাযোগ করতে বলে যায়। হামলার সময় মুকবুল হোসেন পাঠান ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।  

খবর পেয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান। এসআই জীবন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  

স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনার কারণে এ ধরনের হামলা ঘটতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।  

Tidak ada komentar yang ditemukan


News Card Generator