close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হোবার্টের পরিকল্পনাতেই নেই রিশাদ হোসেন

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
৪ দলের পরিবর্তে এবার ৫ দল নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল)..

আইএল ও বিগ ব্যাশ থেকে চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। যদিও গত আসরে পাকিস্তান থেকে একটি দল অংশ নিয়েছিল, এবার সে দেশের কোনো দলকে দেখা যাবে না।

আগামী ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হবে জিএসএলের দ্বিতীয় আসর। এই আসরকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেউ কেউ আবার নতুন খেলোয়াড় সাইনিংও সম্পন্ন করেছে।

নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস ও গায়ানার অ্যামাজন ওয়ারিয়র্স ইতোমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এবার এই তালিকায় যুক্ত হলো হোবার্ট হারিকেন্সের নাম।

গত বিগ ব্যাশ মৌসুমে হোবার্ট হারিকেন্সের  হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। ধারণা করা হচ্ছিল, জিএসএলে হোবার্টের হয়ে হয়তো দেখা যেতে পারে তাকে। তবে বাস্তবে সেটি হয়নি। রিশাদকে ছাড়াই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান দলটি।

রিশাদকে স্কোয়াডে না রাখার পেছনে একটি যৌক্তিক কারণও রয়েছে। জিএসএল চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলবে। এরপর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে আরেকটি সিরিজ রয়েছে টাইগারদের। তাই রিশাদের জিএসএলে অংশগ্রহণে অনুমতির বিষয়টি ছিল অনিশ্চিত।

আরেকটি কারণও হতে পারে, গত আসরে রংপুর রাইডার্সের হয়ে জিএসএলে খেলেছিলেন রিশাদ। এবারও অংশ নিচ্ছে রংপুর। ফলে দেশের ফ্র্যাঞ্চাইজিটির হয়তো তাকে নিয়ে নিজস্ব পরিকল্পনা রয়েছে।

এদিকে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গত আসরে স্কোয়াডে রেখেছিল তানজিম হাসান সাকিবকে। কিন্তু এবার তাদের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি এই পেসারের। দেশি-বিদেশি মিলিয়ে বেশ শক্তিশালী একটি দলই ঘোষণা করেছে গায়ানার প্রতিনিধিরা।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড-

মার্কাস বিন, জ্যাকসন বার্ড, নিখিল চৌধুরি, জেক ডোরান, সাহিবজাদা ফারহান, রাফায়েল ম্যাকমিলান, বেন ম্যাকডারমট, মোহাম্মদ নবি, মোহাম্মদ নাওয়াজ, ওডেন স্মিথ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড এবং ম্যাক রাইট।

Ingen kommentarer fundet