close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হজ শেষে দেশে ফিরেছেন ৫১৬১৫ জন হাজি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫১,৬১৫ জন হাজি। ৩৮ জনের মৃত্যু, চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।..

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বুধবার রাত পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্যে এই সংখ্যা জানানো হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪৬ হাজার ৬০৮ জন হাজি।

এ বছর হজ ফ্লাইট পরিচালনায় অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। সর্বমোট পরিচালিত হয়েছে ১৩৪টি ফিরতি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি ফ্লাইট, সাউদিয়া ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি।

পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ২২ হাজার ১৪৯ জন হাজি, সাউদিয়া এয়ারলাইন্সে ২১ হাজার ২৫ জন এবং ফ্লাইনাসে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন হাজি। হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৩৮ জন বাংলাদেশি। এর মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। স্থানভিত্তিকভাবে দেখা যাচ্ছে, ২৫ জনের মৃত্যু হয়েছে মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় একজন করে মারা গেছেন।

সৌদি আরবে বাংলাদেশি হাজিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নেয়া হয়েছে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা। দেশটির হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৩০৮ জন বাংলাদেশি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন।

স্বাস্থ্যসেবার পাশাপাশি সৌদি আরবের আইটি হেল্পডেস্ক এবং মেডিকেল সেন্টারগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হজকালীন সময়ে মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ৩৪৮টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলোর মাধ্যমে ২৪ হাজার ৩৯৫টি সেবা প্রদান করা হয়েছে।

হজযাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ভ্রমণ অভিজ্ঞতা সহজ করতে সৌদি কর্তৃপক্ষের এসব ব্যবস্থা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। বাংলাদেশ সরকারও পুরো হজ মৌসুমজুড়ে বিভিন্ন সহযোগিতা ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ ফিরতি ফ্লাইটটি ১০ জুলাই দেশটিতে অবতরণ করবে। এরপর শেষ হবে এ বছরের হজ কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফেরত যাত্রীদের তথ্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

Aucun commentaire trouvé