ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর বহুল প্রতীক্ষিত ২০৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানবাধিকারকর্মী, সমাজসেবক ও আইনজীবীগণ অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: সাদিকুর রহমান পাভেল। মানবাধিকার ও আইন বিষয়ক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পাভেল এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
মো: সাদিকুর রহমান পাভেল শিক্ষাগত যোগ্যতা: এল.এল.বি, এল.এল.এম। সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম (কেন্দ্রীয় কমিটি)
তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন। তার দক্ষ নেতৃত্ব ও সংগঠনের প্রতি অবিচল নিষ্ঠার কারণে এই পদে তার মনোনয়ন যথাযথ বলেই মনে করেন সংশ্লিষ্টরা।