তবে হিজরী নব বর্ষের সাথে গেঁথে আছে অসহনীয় শোকের এক উপাখ্যান। মর্ম্নতুদ কারবালা ট্রাজেডি। রাসুলে পাক (সাঃ) প্রদর্শিত সত্য ইসলামের পতাকা সমুন্নত রাখার মহান প্রয়াসে সপরিবারে সঙ্গী সাথীসহ কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন নবী দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ছাহেব। যা বিশ্ব মুসলিমের হৃদয়ে অসহনীয় শোকের মাতম তৈরী করে।
কারবালার শোক চির অম্লান। চির অমলিন।
শোকের এ মাতম সঙ্গী করেই এগিয়ে যায় হিজরী নতুন বছর। কর্মমুখর হয় মুসলিম উম্মাহ।(মাহবুব হাসান)



















