প্রথম টেস্টে হারের পর ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতের পেসার হার্ষিত রানা কে। প্রথমত ১৮ জনের দলে রাখা হয়নি গাকে। পরবর্তীতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। কেন নেওয়া হয়েছিলো আবার কেনই বা ছেড়ে দেওয়া হলো, এই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেট পাড়ায়।
হেডিংলি টেস্টের সময় দলের সঙ্গে ছিলেন হার্ষিত। তবে বার্নিংহামে যাওয়ার সময় দলের সাথে দেখা যায়নি তাকে। বার্নিংহামে গিয়ে ভারতীয় দল দুই দিন বিশ্রাম নিবে। দ্বিতীয় টেস্টের আগে হার্ষিতকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে কোচ গৌতম গম্ভীর বলেন, “প্রধান নির্বাচকের সঙ্গে আমার কথা হয়নি। আমি কথা বলব। দলে কয়েকজনের চোট ছিল। সেই জন্য হার্ষিতকে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে আর কারও চোট নেই। হয়তো সেই কারণে ছেড়ে দেওয়া হয়েছে।”



















