ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে আগামী ১৫ মে, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে “আরাফাত রহমান কোকো লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট”। এই টুর্নামেন্টের আয়োজন করছে হবিরবাড়ি স্পোর্টস একাডেমি। স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে স্থানীয় মাঠে, যেখানে অংশগ্রহণ করবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং সাধারণ দর্শকবৃন্দ।
এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো স্থানীয় ফুটবল প্রতিভাদের সুযোগ করে দেওয়া এবং যুব সমাজকে ক্রীড়ামুখী রাখা। পুরো আয়োজনের সুষ্ঠু ও সফল বাস্তবায়নের লক্ষ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে হবিরবাড়ি স্পোর্টস একাডেমির অন্যতম উদ্যোক্তা ও ক্রীড়াবান্ধব ব্যক্তি হাজী মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ বলেন, “আমরা চাই এই আয়োজনটি যেন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
তার সাথে একমত প্রকাশ করেন স্থানীয় সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী আবু সাঈদ জুয়েল বলেন, “এই টুর্নামেন্ট হবিরবাড়ি ইউনিয়নের জন্য একটি গর্বের বিষয়। আমরা সবাই মিলে একে সাফল্যমণ্ডিত করতে কাজ করছি।”
স্থানীয় জনগণ, ক্রীড়া সংগঠন এবং স্পন্সরদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের প্রস্তুতি প্রায় শেষের পথে। দর্শকদের জন্যও থাকবে নানা ধরনের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা।
টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবে মেতে উঠেছে। আয়োজকরা আশাবাদী, এই খেলা শুধু বিনোদন নয়, বরং যুব সমাজকে মাদক ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।