close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়ায় ২ ব্যাটারি ফ্যাক্টরিকে ৭ লক্ষ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আমাদের সকলের দায়িত্ব। নিয়ম না মেনে কোনো শিল্প প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাবো, যাতে পরিবেশের ক্ষতি না হয় এবং জনগণের স্বাস্থ্য হুমকির মুখে না পড়ে।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়ায় এলাকায় অবস্থিত দুটি ব্যাটারি উৎপাদনকারী ফ্যাক্টরিকে পরিবেশ সংক্রান্ত নিয়মনীতি লঙ্ঘনের দায়ে ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে একটি ফ্যাক্টরির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ জুন) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরির্দশক মাহবুবুর  রহমান ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উল্লেখিত ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। সাউন্ড পলিউশন, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং বাতাসে ক্ষতিকর রাসায়নিক নির্গমনের মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জরিমানার পাশাপাশি বন্ধ হওয়া ফ্যাক্টরির মালিক পক্ষ পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনে ইটিপি (ETP), এটিপি (ATP), সাউন্ড কনট্রোলার স্থাপন করে এবং সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করার জন্য একটি মুচলেকা প্রদান করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, এসব ব্যবস্থা গ্রহণের পূর্বে তারা আর কোনোমতেই ফ্যাক্টরি চালু করবে না।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। নিয়ম না মেনে কোনো শিল্প প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাবো, যাতে পরিবেশের ক্ষতি না হয় এবং জনগণের স্বাস্থ্য হুমকির মুখে না পড়ে।”

Nema komentara