close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
হবিগঞ্জে লুণ্ঠিত ৭টি গরু উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ

রিপোর্ট মেহেদী হাসান: ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে লুণ্ঠিত সাতটি ষাঁড় গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় একজন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নরসিংদীর রায়পুরা থানাধীন মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি পালন করছিল রায়পুরা থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো ন-১৬-৯২৫৭) থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালকসহ অন্যান্য আরোহীরা পিকআপটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ দ্রুত ধাওয়া দিয়ে মো. গোলাম মোস্তফা মিঠু নামে একজনকে গরুবোঝাই পিকআপসহ আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন রঙের মোট সাতটি ষাঁড় গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গরু ও পিকআপ গাড়ির প্রকৃত মালিক শনাক্তের লক্ষ্যে সারাদেশে বেতার বার্তা প্রেরণ করেন। পরবর্তীতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পাঠানো বেতার বার্তা পর্যালোচনায় জানা যায়, উদ্ধারকৃত গরুগুলো হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের ঢোকার মুখ থেকে প্রায় ১০০ গজ পূর্বে ঢাকা–সিলেট মহাসড়ক থেকে ডাকাতির মাধ্যমে লুণ্ঠন করা হয়েছিল।

জেলা পুলিশ জানায়, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

No comments found


News Card Generator