close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় দুই মেধাবী শিক্ষার্থী যাচ্ছেন নেপাল শিক্ষা সফরে..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালী হাতিয়ায় ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়ে দুই মেধাবী শিক্ষার্থী শিক্ষা সফরে নেপাল যাওয়ার সূযোগ পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই শিক্ষা ..

হাতিয়ায় দুই মেধাবী শিক্ষার্থী যাচ্ছেন নেপাল শিক্ষা সফরে

 

নোয়াখালী হাতিয়ায় ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়ে দুই মেধাবী শিক্ষার্থী শিক্ষা সফরে নেপাল যাওয়ার সূযোগ পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই শিক্ষা সফরের সময় সূচী ঘোষনা করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মনজু রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও মেধাবী দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

 

 

 

মেধাবী দুই শিক্ষার্থী হলো সূখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের আয়াতুর রহমান, আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের আব্রার ফায়াজ।

 

এর আগে হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাব ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। তাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩ শত শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ১ শত ৯৭ জনকে কৃতকার্য করা হয়। এর মধ্যে দুই জনকে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় নেপাল শিক্ষা সফরের জন্য মনোনিত করা হয়।

 

 

হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মনজু রহমান জানান, এক সপ্তাহের এই নেপাল সফরের যাত্রা শুরু হবে ৩ মে। এই এক সপ্তাহ নেপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার পরিদর্শন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, আর্ন্তাজাতিক বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করে দেওয়া। আগামী ৯ মে দেশের ফিরে আসা

র কথা রয়েছে।

לא נמצאו הערות