ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রিয়াল মাদ্রিদ। দলের সাথে সিজনের শুরুতেই যোগ দিয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে অনুশীলনের পাশাপাশি খেলা হয়নি আল হিলালের বিপক্ষে ম্যাচটিও। সেই ম্যাচ ড্র করে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, ‘তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস’–এ ভুগছেন এমবাপ্পে এবং পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গ্যাস্ট্রোএন্টেরাইটিস একধরনের পেটের পীড়া, যেখানে পরিপাকতন্ত্রে প্রদাহ বা সংক্রমণ হয়। পেটে ব্যথা, বমি কিংবা জ্বরের মতো উপসর্গ দেখা যায়।
এমবাপ্পের হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে রিয়াল বিবৃতিতে বলেন, ‘আজ (গতকাল) বিকেলে হাসপাতাল ছেড়েছেন আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন।’ তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং দলে সক্রিয়ভাবে ধীরে ধীরে ফিরবেন।’